indicator-and-their-colour-chages copy
প্রশ্ন-উত্তর

নির্দেশক কি? অ্যাসিড ও ক্ষার শনাক্ত করতে নির্দেশক কি ভাবে সাহায্য করে?



প্রশ্ন: নির্দেশক কি?

যে সকল পদার্থ অ্যাসিড ও ক্ষারের জলীয় দ্রবনের সাথে বিক্রিয়া করে বর্ণ পরিবর্তন করে তাদেরকে অ্যাসিড ক্ষার নির্দেশক বলে।

[আরো পড়ুন – অ্যাসিড কাকে বলে?]

প্রশ্ন: অ্যাসিড, ক্ষারক ও প্রশম দ্রবনে নির্দেশকের বর্ণ কি কি হয়?

নাম অ্যাসিড দ্রবণে বর্ণ প্রশম দ্রবণে বা আসল বর্ণ   ক্ষারকীয় দ্রবণে বর্ণ
ফেনলফথ্যালিন বর্ণহীন বর্ণহীন গোলাপি বা পার্পল
মিথাইল রেড লাল লাল হলুদ
মিথাইল অরেঞ্জ লাল কমলা হলুদ
লিটমাস লাল বেগুনী নীল
হলুদ হলুদ হলুদ লাল
জবাফুল গোলাপি বা ম্যাজেন্টা লাল সবুজ


এই লেখাটি থেকে উপকৃত হলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না।

এছাড়া,পড়াশোনা সংক্রান্ত যেকোনো বিষয়ের যে কোনো প্রশ্ন সরাসরি আমাদের করতে পারো ‘লেখা-পড়া-শোনা’ ফেসবুক গ্রূপে। এই গ্ৰুপে গিয়ে প্রশ্ন পাঠালে, আমাদের বিশেষজ্ঞরা  তার উত্তর দেবেন। গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন এখানে

lekha-pora-shona-facebook-group