classifications-of-acid- jump-magazine
প্রশ্ন-উত্তর

অ্যাসিডের শ্রেনিবিভাগ



প্রশ্ন: অ্যাসিডকে কি কি ভাগে ভাগ করা যায়?

অ্যাসিডকে বিভিন্ন ভাবে শ্রেনিবিভাগ করা যায়। যেমন –

  1. উৎস
  2. উপাদান
  3. শক্তিমাত্রা
  4. লঘুতা
  5. ক্ষারকত্ব

1/ উৎস ভিত্তিতে :

ক. জৈব অ্যাসিড : CH3COOH এসিটিক অ্যাসিড, (COOH)2 অক্সালিক অ্যাসিড , CH3CH(OH)COOH ল্যাকটিক অ্যাসিড, HCOOH ফরমিক অ্যাসিড।

খ. অজৈব অ্যাসিড : HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড, H2CO3 কার্বনিক অ্যাসিড

2/ উপাদান ভিত্তিতে :

ক. হাইড্রাসিড : HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2S হাইড্রোজেন সালফাইড

খ. অক্সিএসিড : H2SO4 সালফিউরিক অ্যাসিড, CH3COOH এসিটিক অ্যাসিড, H3PO4 ফসফরিক অ্যাসিড

গ. হাইড্রোজেন বিহীন অ্যাসিড বা ধাতব অ্যাসিড : CrO3 ক্রোমিক অ্যাসিড, Mn2O7 ম্যাঙ্গানিক অ্যাসিড

subscribe-jump-magazine-india

3/ শক্তিমাত্রা ভিত্তিতে:

ক. তীব্র অ্যাসিড : HI হাইড্রোআয়োডিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড, HCOOH ফরমিক অ্যাসিড

খ. মৃদু অ্যাসিড : CH3COOH এসিটিক অ্যাসিড, C6H5OH কার্বলিক অ্যাসিড, H3PO3 ফসফরাস অ্যাসিড


[আরো পড়ুন – অ্যাসিড কাকে বলে?]

4/ লঘুতা

ক. গাঢ় অ্যাসিড : কোনো জল উপস্থিত না থাকলে বা আয়তন অনুপাতে অ্যাসিডের তুলনায় কম জল থাকলে

খ. লঘু অ্যাসিড : আয়তন অনুপাতে অ্যাসিডের তুলনায় বেশি জল থাকলে

[আরো পড়ুন – নির্দেশকের সাহায্যে কিভাবে অ্যাসিড ও ক্ষার শনাক্ত করা যাবে?]

5/ ক্ষারকত্ব

ক. একক্ষারীয় : একটি অণু এক অণু একআম্লিক ক্ষারকএর সাথে বিক্রিয়া করতে পারে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, HF হাইড্রোফ্লুওরিক অ্যাসিড, HCOOH ফরমিক অ্যাসিড, CH3COOH এসিটিক অ্যাসিড

খ. দ্বিক্ষারীয় : একটি অণু দুই অণু একআম্লিক ক্ষারকএর সাথে বিক্রিয়া করতে পারে  H2S  হাইড্রোজেন সালফাইড, H2CO3 কার্বনিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড, H3PO3 ফসফরাস অ্যাসিড, (COOH)2 অক্সালিক অ্যাসিড

গ. ত্রিক্ষারীয় : একটি অণু তিন অণু একআম্লিক ক্ষারকএর সাথে বিক্রিয়া করতে পারে H3PO4ফসফরিক অ্যাসিড

এখানে উল্লেখ্য যে  H3PO3 তে 1টি H পরমাণু থাকলেও সবকটি আয়নিত হয়না। তাই এর ক্ষারকত্ব 1 না হয়ে 2।

এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করতে ভুলো না।



এছাড়া,পড়াশোনা সংক্রান্ত যেকোনো বিষয়ের আলোচনায় সরাসরি অংশগ্রহন করতে যুক্ত হতে পারেন ‘লেখা-পড়া-শোনা’ ফেসবুক গ্রূপে। এই গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন এখানে।

lekha-pora-shona-facebook-group