ইতিহাস – নবম শ্রেনি – জাতীয়তাবাদী ভাবধারার বহিঃপ্রকাশ (প্রশ্ন উত্তর)
এমস টেলিগ্রামের পটভূমি
স্পেনের রানি ইসাবেলা গনআন্দোলনের ফলে বিতারিত হলে স্পেনবাসী প্রাশিয়ার রাজবংশীয় (হোহেনজোলার্ন) প্রিন্স লিওপোল্ডকে স্পেনের রাজ সিংহাসনে বসার জন্য অনুরোধ করেন। প্রাশিয়া বংশদ্ভুত রাজা স্পেনের শাসক হলে, প্রাশিয়ার আরো শক্তিবৃদ্ধি হবে এবং এর ফলে ফ্রান্সের সার্বভৌমত্ব খর্ব হতে পারে এই ভেবে ফ্রান্স স্পেনবাসীর প্রস্তাবের বিরোধিতা করে।
এই প্রশ্ন – উত্তর পর্বটি নবম শ্রেণির ইতিহাসের তৃতীয় অধ্যায় জাতীয়তাবাদী ভাবধারার বহিঃপ্রকাশ অধ্যায়ের ‘ঐক্যবদ্ধ জার্মানি’ পর্বের একটি অংশ। মূল পর্বটি পড়ে নাও →জাতীয়তাবাদী ভাবধারার বহিঃপ্রকাশ – জার্মানি।
ফ্রান্সের আপত্তির কারণে লিওপোল্ড রাজা হবার প্রস্তাব প্রত্যাখান করেন। কিন্তু তাতেও ফ্রান্সের সম্রাট তৃতীয় নেপোলিয়ন আশ্বস্ত হতে পারেননি, তিনি ফ্রান্সের রাষ্ট্রদূত কাউন্ট বেনিদিতি-কে এমস্ নামক স্থানে প্রাশিয়ার সম্রাট প্রথম উইলিয়ামের কাছে পাঠান।
বেনিদিতির উদ্দেশ্য ছিল প্রাশিয়া সম্রাট উইলিয়ামের কাছ থেকে প্রতিশ্রুতি আদায়, যে তিনি কোনভাবেই লিওপোল্ডকে ভবিষ্যতে স্পেনের ক্ষমতা দখলে সাহায্য করবেন না এবং হোহেনজোলার্ন বংশের কেউ কখনো স্পেনের সিংহাসনের দাবীদার হবেন না। প্রাশিয়া সম্রাট এই দাবী মানতে অসম্মত হন এবং বিনীত ভাবে তা বেনিদিতিকে জানান।
রাষ্ট্রদূত বেনিদিতির সম্রাটের সাথে হওয়া কথোপকথন, সম্রাট এমস্ থেকে টেলিগ্রাম মারফৎ প্রধানমন্ত্রী বিসমার্ক-কে জানান (13 জুলাই,1870)। দক্ষ কূটনৈতিক বিসমার্ক এই সুযোগের ব্যবহার করেন। বিসমার্ক ঐ টেলিগ্রামের কিছু অংশ বাদ দিয়ে বাকি টেলিগ্রামটি প্রাশিয়ার সংবাদপত্রে ছাপিয়ে দেন; যার মর্ম দাড়ায় এই যে প্রাশিয়ার সম্রাট ফ্রান্স রাষ্ট্রদূতকে অপমান করেছেন। ফ্রান্সে এই ঘটনার ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই ঘটনা ইতিহাসে এমস টেলিগ্রাম নামে খ্যাত।
আরো পড়ো – ইয়ং ইটালি টীকা
এমস টেলিগ্রামের ফলাফল
তৃতীয় নেপোলিয়ন বাধ্য হয়ে প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন (15 জুলাই, 1870)। ফ্রান্স এই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না, তাই আকস্মিক এই যুদ্ধের জন্য ফ্রান্স চূড়ান্ত ভাবে পরাজিত হয়। ফ্রাংকফুট সন্ধির মাধ্যমে ফ্রান্স ও প্রাসিয়ার যুদ্ধের অবসান ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জার্মানির ঐক্য সম্পূর্ণ হয়।
এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্য ভাবে কোন মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।
JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাবার জন্য –
- সাবস্ক্রাইব করো – YouTube চ্যানেল
- লাইক করো – facebook পেজ
- সাবস্ক্রাইব করো – টেলিগ্রাম চ্যানেল
- Facebook Group – লেখা – পড়া – শোনা