ভূগোল – দশম শ্রেণি – আঞ্চলিক ভূগোল
মৌসুমি বায়ু কাকে বলে?
বায়ুর উষ্ণতা ও চাপের পার্থক্যের ফলে শীত-গ্রীষ্ম ঋতুভেদে দিক পরিবর্তনকারী নিয়মিত ও ধারাবাহিকভাবে প্রবাহিত সাময়িক বায়ুকে মৌসুমী বায়ু বলা হয়। মৌসুমী বায়ু সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহত্তর সংস্করণ।
মৌসুমি নামের উৎস
বিখ্যাত বিজ্ঞানী এডমন্ড হ্যালি 1833 সালে সর্বপ্রথম মৌসুমী শব্দটি ব্যবহার করেন মৌসুমী শব্দটি আরবি শব্দ ‘মৌসম’ বা মালায়ালাম শব্দ ‘মনসীন’ থেকে উদ্ভূত হয়েছে এই শব্দের অর্থ হল ‘ঋতু ‘।
ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব দেখা যায় বলে, ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলা হয়।
এই প্রশ্ন উত্তরটি দশম শ্রেণির পাঠ্য ভারতের প্রাকৃতিক পরিবেশে অধ্যায়ের একটি অংশ, মূল পর্বটি পড়তে এই লিঙ্কে ক্লিক করো → মৌসুমী বায়ু ও ভারতের ঋতু বৈচিত্র্য
এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্য ভাবে কোন মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য –
-
- ফলো করো – WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো – YouTube চ্যানেল
- লাইক করো – facebook পেজ
- সাবস্ক্রাইব করো – টেলিগ্রাম চ্যানেল
- Facebook Group – লেখা – পড়া – শোনা
X_LSc_udvid-hormoner-byboharik-proyog