what-is-ghetto-in-bengali
প্রশ্ন-উত্তর

ঘেটো কি | টীকা

ইতিহাসনবম শ্রেনি – শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ (প্রশ্ন উত্তর)

অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে ইউরোপে শিল্পবিপ্লব শুরু হয়। শিল্পবিপ্লবের ফলে শ্রমিকের চাহিদা বেড়ে গেলে গ্রাম অঞ্চল থেকে শ্রমিকরা শহরের দিকে চলে আসে। এর ফলে শহরে স্থানের অভাব দেখা দেয় এবং ‘ঘেটো’ নামে বিভিন্ন বস্তি গড়ে ওঠে।


এই প্রশ্ন – উত্তর পর্বটি নবম শ্রেণির ইতিহাসের চতুর্থ অধ্যায়  শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ  অধ্যায়ের ‘একটি অংশ। মূল পর্বটি পড়ে নাও → সমাজ, রাজনীতি এবং অর্থনীতিতে শিল্পবিপ্লবের প্রভাব।


ঘেটো কাকে বলে?

ইউরোপের বিভিন্ন দেশের শিল্পঅঞ্চলের যে বিশেষ অংশে ধর্মীয় সংখ্যালঘু এবং অর্থনৈতিক ভাবে দুর্বল মানুষেরা বসবাস করে তাকে ঘেটো বলা হত।

ঘেটো নামের উৎস

‘ঘেটো’ শব্দটি সর্বপ্রথম ইতালির ভেনিস শহরের একটি নির্দিষ্ট অঞ্চল যেখানে ইহুদীরা বসবাস করত, সেই অঞ্চলকে বোঝানো হত। কিন্তু পরবর্তী সময়ে বহিরাগত অধ্যুষিত অঞ্চলকে ঘেটো বলা হত।

ঘেটোর জীবনযাত্রা

বলাই বাহুল্য ঘেটোর জীবনযাত্রা ছিল অস্বাস্থ্যকর। দারিদ্র্যের কারণে ঘেটোর জনগণ ঘিঞ্জি পরিবেশে বাস করতে বাধ্য হত। শুধু তাই নয় ঘেটোয় বসবাসকারী মানুষরা অনৈতিক জীবনযাপনে অভস্ত্য ছিল।

পর্ব সমাপ্ত। আরো পড়ো → প্রথম বিশ্বযুদ্ধের কারণ

এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্য ভাবে কোন মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাবার জন্য –

IX_History-ghetto