britter-sporshok-songkranto-upopadyo-solution
Madhyamik

বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য সংক্রান্ত প্রয়োগ

গণিতদশম শ্রেণি – বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য


আমরা এর আগের পর্বে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য আলোচনা করেছি। এই পর্বে অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যার সমাধান দেখে নেব।

1. দুটি এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির AB ও AC জ্যা দুটি অপর বৃত্তকে যথাক্রমে P ও Q বিন্দুতে স্পর্শ করলে, প্রমাণ কর যে, PQ = \frac{1}{2}BC

সমাধান-

প্রদত্ত- দুটি এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির AB ও AC জ্যা দুটি অপর বৃত্তকে যথাক্রমে P ও Q বিন্দুতে স্পর্শ করেছে।
প্রমাণ করতে হবে, PQ = \frac{1}{2}BC
অঙ্কন- P, O ; O, Q যুক্ত করা হল।
OP ⊥ AB [OP ব্যাসার্ধ, AB রেখাটি, P বিন্দুতে স্পর্শক]
OQ ⊥ AC [OQ ব্যাসার্ধ, AC রেখাটি Q বিন্দুতে স্পর্শক]
BP = AP এবং AQ = QC [যেহেতু কেন্দ্রগামী সরলরেখা কোনো জ্যা-এর উপর লম্ব হলে , ওই সরলরেখাটি জ্যা-কে সমদ্বিখণ্ডিত করে]
△ABC এর AB এর মধ্যবিন্দু P
আবার, AC এর মধ্যবিন্দু Q
সুতরাং, PQ হল AB ও AC এর মধ্যবিন্দুদের সংযোজক সরলরেখা।
যেহেতু ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা ত্রিভুজের তৃতীয় বাহুর অর্ধেক হয়।
তাই PQ=\frac{1}{2}BC [প্রমাণিত]

2. একটি O কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করা হল যার দুটি ব্যাসার্ধ OA ও OB পরস্পর লম্বভাবে অবস্থিত। A ও B বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পরকে T বিন্দুতে ছেদ করলে, প্রমাণ কর যে, AB = OT এবং তারা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে।
সমাধান-

প্রদত্ত- O কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাসার্ধ OA ও OB পরস্পর লম্বভাবে অবস্থিত।
A ও B বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পরকে T বিন্দুতে ছেদ করেছে।
প্রমাণ করতে হবে, AB = OT এবং এরা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে।
প্রমাণ- OA ⊥ AT [ যেহেতু OA ব্যাসার্ধ, TA স্পর্শক ]
∠OAT = 90^{\circ}
আবার, OB ⊥ TB [ OB ব্যাসার্ধ, TB স্পর্শক]
∠OBT = 90^{\circ}
OATB চতুর্ভুজের ∠OAT = ∠OBT = 90^{\circ}
∠ATB = 90^{\circ}
সুতরাং, OATB একটি আয়তক্ষেত্র এবং OA = OB
সুতরাং, OATB একটি বর্গক্ষেত্র
তাহলে OATB বর্গক্ষেত্রের AB ও OT দুটি কর্ণ এবং কর্ণ দুটি সমান হয়, AB = OT এবং এরা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে।
[প্রমাণিত]


দশম শ্রেণির অন্য বিভাগগুলি – বাংলা | English | ইতিহাস | ভূগোল

3. প্রমাণ কর যে, বৃত্তের পরিলিখিত সামান্তরিক মাত্রই রম্বস।
সমাধান-

প্রদত্ত- ধরি, O কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত একটি সামন্তরিক ABCD, যার চারটি বাহু যথাক্রমে P, Q, R, S বিন্দুতে স্পর্শ করেছে।
ABCD একটি সামান্তরিক অর্থাৎ AB = CD, AD = BC
প্রমাণ করতে হবে, ABCD একটি রম্বস অর্থাৎ AB = AD প্রমাণ করলেই ABCD রম্বস প্রমাণিত হবে।
প্রমাণ- যেহেতু A বিন্দু থেকে AP ও AS দুটি স্পর্শক,
তাই AP = AS …..(i)
অনুরুপভাবে, BP = BQ ….(ii)
CR = CQ …….(iii)
DR = DS …..(iv)
(i) + (ii) + (iii) + (iv) করে পাই,
AP +BP + CR + DR = AS + BQ + CQ + DS
বা, AB + CD = AD + BC [AP + BP = AB, CR + DR = CD, AS + DS = AD, BQ + CQ = BC]
বা, AB + AB = AD + AD [AB = CD, AD = BC]
বা, 2AB = 2AD
বা, AB = AD
অর্থাৎ ABCD একটি রম্বস। [প্রমাণিত]

4. A ও B কেন্দ্রবিশিষ্ট দুটি নির্দিষ্ট বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। অপর একটি বৃত্ত, বৃহত্তর বৃত্তটিকে X বিন্দুতে অন্তঃস্পর্শ এবং ক্ষুদ্রতর বৃত্তটিকে Y বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। O যদি ওই বৃত্তের কেন্দ্র হয়, তবে প্রমাণ করতে হবে যে, AO + BO ধ্রুবক হবে।
সমাধান-

প্রদত্ত- A ও B কেন্দ্রীয় বৃত্ত C বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে। O কেন্দ্রিয় একটি বৃত্ত A কেন্দ্রীয় বৃত্তকে X বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে এবং B কেন্দ্রীয় বৃত্তকে Y বিন্দুতে বহিঃস্পর্শ করেছে।
প্রমাণ করতে হবে, AO + BO = ধ্রুবক
প্রমান- যেহেতু A কেন্দ্রীয় ও O কেন্দ্রীয় বৃত্ত দুটি
পরস্পরকে X বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে।
AO = AX – OX ……(i)
আবার, B কেন্দ্রীয় বৃত্ত ও O কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে Y বিন্দুতে বহিঃস্পর্শ করেছে।
BO = BY + OY ….(ii)
(i) + (ii) করে পাই,
AO + BO = AX – OX + BY +OY
বা, AO + BO = AX – OX + BY +OX [OY = OX একই বৃত্তের ব্যাসার্ধ ]
বা, AO + BO = AX + BY [ AX = A কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ , BY = B কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ]
বা, A এবং B কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের সমষ্টি = ধ্রুবক [প্রমাণিত]


দশম শ্রেণির অন্য বিভাগগুলিগণিত | জীবন বিজ্ঞান | ভৌতবিজ্ঞান

সমাপ্ত।


এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্য ভাবে কোন মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।



JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাবার জন্য –

X_M_15b