ভূগোল – দশম শ্রেণি – বারিমণ্ডল (দ্বিতীয় পর্ব)
আগের পর্বে আমরা সমুদ্রস্রোতের ধারণা সম্পর্কে আলোচনা করেছি। আজকের পর্বে আমরা পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব।
পৃথিবীতে সমুদ্রস্রোতের প্রভাব অপরিসীম। সেগুলি হল-
• মগ্নচড়ার সৃষ্টি এবং তার বাণিজ্যিক গুরুত্ব
পৃথিবীতে সমুদ্র স্রোতের অন্যতম প্রভাব হলো মগ্নচড়ার সৃষ্টি। উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলনস্থলে শীতল সমুদ্র স্রোত এর বয়ে আনা হিমশৈলগুলি উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে গলে যায়। এই হিমশৈলগুলির মধ্যে থাকে প্রচুর পরিমাণে নুড়ি, কাকর, বালি, পাথর এবং বিভিন্ন খনিজ দ্রব্য যা সমুদ্রের মহীসোপান অঞ্চলে সঞ্চিত হয়ে অগভীর মগ্নচড়ার সৃষ্টি করে।
দশম শ্রেণির অন্য বিভাগগুলি – বাংলা | English | ইতিহাস | ভূগোল
অগভীর মগ্নচড়া গুলোতে প্রচুর পরিমাণে প্লাংটন জন্মায় এবং প্লাংটনগুলি হল মাছের প্রধান খাদ্য। এই প্লাংটন সমৃদ্ধ মগ্নচড়া গুলিতে প্রচুর মাছের সমাগম ঘটে। এই কারণে এই মগ্নচড়াগুলি বাণিজ্যিকভাবে মৎস্য ক্ষেত্র রূপে খ্যাতি লাভ করেছে।
উদাহরণস্বরূপ বলা যায় ল্যাব্রাডর স্রোত এর মাধ্যমে বয়ে আনা হিমশৈল ও গুলি উষ্ণ উপসাগরীয় স্রোত এর সংস্পর্শে এসে গলে যায়। এর ফলে নিউফাউন্ডল্যান্ড এর দক্ষিণ-পূর্ব দিকে মহীসোপান অঞ্চলে একটি মগ্নচড়ার সৃষ্টি করেছে। গ্র্যান্ড ব্যাংক, জর্জেস ব্যাংক, ব্রিটিশ দ্বীপপুঞ্জের কাছে ডগার্স ব্যাংক হল পৃথিবীর কতগুলি বিখ্যাত মগ্নচড়ার উদাহরণ।
গ্র্যান্ড ব্যাংক হলো পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া।
• উপকূলের জলবায়ু
সমুদ্র স্রোত উপকূলীয় জলবায়ুর ওপর ব্যাপক প্রভাব ফেলে থাকে। যেমন-
উষ্ণতা হ্রাস বৃদ্ধি:
কোন শীতপ্রধান অঞ্চলের উপর থেকে কোন উষ্ণ স্রোত যখন প্রবাহিত হয় তখন সেই অঞ্চলের উষ্ণতা বৃদ্ধি পায়। শীতের প্রকোপ হ্রাস পায় এবং জলবায়ু সমভাবাপন্ন হয়ে ওঠে। যেমন- প্রশান্ত মহাসাগরের উষ্ণ জাপান স্রোত বা কুরোশিও স্রোত এর প্রভাবে শীতপ্রধান দেশ কানাডার পশ্চিম উপকূল উষ্ণ হয়ে ওঠে। অন্যদিকে শীতল স্রোত যখন উষ্ণতর কোন অঞ্চলের উপর থেকে প্রবাহিত হয় তখন সেই অঞ্চলের উষ্ণতা হ্রাস পায়।
উদাহরণস্বরূপ বলা যায় শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে কানাডার পূর্ব উপকূলে জানুয়ারি মাসে উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায়।
বৃষ্টিপাত সংঘটন:
উষ্ণ সমুদ্র স্রোত এর উপর থেকে যখন বাতাস প্রবাহিত হয় তখন তা জলীয় বাষ্পে পরিপূর্ণ হয়ে ওঠে। এরপর এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন স্থলভাগের উপর আসে তখন সেই অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। উদাহরণস্বরূপ বলা যায় উত্তর আটলান্টিক স্রোত এর উপর দিয়ে প্রবাহিত জলীয় বাষ্পপূর্ণ বাতাস ইংল্যান্ডের পশ্চিম উপকূলে প্রবেশ করে বৃষ্টিপাত ঘটায়।
তুষারপাত সংঘটন
শীতল সমুদ্র স্রোতের উপর দিয়ে যখন বাতাস প্রবাহিত হয় তখন বাতাসের মধ্যে অবস্থিত জলকণা অতিরিক্ত ঠান্ডা হয়ে বরফ কনায় পরিণত হয় ও তুষারপাত ঘটায়। উদাহরণস্বরূপ বলা যায় শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে ল্যাব্রাডর উপকূলে প্রচুর তুষারপাত হয়ে থাকে।
ঝড়-ঝঞ্ঝার ও কুয়াশার সৃষ্টি: উষ্ণ এবং শীতল স্রোতের মিলনস্থলে প্রবল ঘন কুয়াশা এবং ঝড়-ঝঞ্ঝার সৃষ্টি হয় কারণ এই অঞ্চলে উষ্ণ এবং শীতল বায়ুর সীমান্ত সৃষ্টি হয়ে থাকে।
উদাহরণস্বরূপ বলা যায় শীতল ল্যাব্রাডর স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনের স্থলে নিউফাউন্ডল্যান্ড এর কাছে ঘন কুয়াশা এবং ঝড়-ঝঞ্ঝার সৃষ্টি হয়ে থাকে। এই অঞ্চলে সাধারণত সীমান্ত বৃষ্টিপাত হয়ে থাকে।
• জলবায়ুর পরিবর্তন
সমুদ্র স্রোতের প্রভাবে কোন অঞ্চলের জলবায়ু পরিবর্তন ঘটে থাকে। কোন কখনো কখনো শীতল স্রোতের স্থানে হঠাৎ উষ্ণ স্রোতের উপস্থিতি বা এর বিপরীত অবস্থা সৃষ্টি হলে তা জলবায়ুর ওপর ব্যাপক প্রভাব বিস্তার করে।
উদাহরণস্বরূপ বলা যায় প্রশান্ত মহাসাগরীও শীতল স্রোতের একটি শাখা হামবোল্ড স্রোত নামে দক্ষিণ আমেরিকা পেরু উপকূল বরাবর উত্তর দিকে প্রবাহিত হয়ে থাকে।
দশম শ্রেণির অন্য বিভাগগুলি – গণিত | জীবন বিজ্ঞান | ভৌতবিজ্ঞান
এই অবস্থায় ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়ার ভারত, বাংলাদেশ প্রভৃতি দেশে প্রচুর বৃষ্টিপাত হয়। কিন্তু কোন বছর ডিসেম্বর মাসে এই শীতল হামবোল্ড স্রোত এর জায়গায় দুর্বল উষ্ণ স্রোত এর আবির্ভাব ঘটে। এই স্রোতটি ইকুয়েডর ও পেরু উপকূল বরাবর দক্ষিণ দিকে প্রবাহিত হয়। সমুদ্রস্রোতের এই রূপ পরিবর্তন সেই অঞ্চলের বায়ুমন্ডলে অবস্থার উপরে যে ব্যাপক পরিবর্তন ঘটায় সেই ঘটনাকে এল নিনো বলা হয়।
যে বছর এল নিনো পরিস্থিতির সৃষ্টি হয় সেই বছর পেরু এবং চিলিতে অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং বন্যা পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে দক্ষিণ-পূর্ব এশিয়া, কলম্বিয়া, অস্ট্রেলিয়া এবং মধ্য আমেরিকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করে।
সমাপ্ত। পরবর্তী পর্ব → জোয়ার ভাটার ধারণা
এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্য ভাবে কোন মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য –
-
- ফলো করো – WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো – YouTube চ্যানেল
- লাইক করো – facebook পেজ
- সাবস্ক্রাইব করো – টেলিগ্রাম চ্যানেল
- Facebook Group – লেখা – পড়া – শোনা
X-geo-3-b