prithibir-mukhyo-jolobayu-oncol
Madhyamik

পৃথিবীর মুখ্য জলবায়ু অঞ্চল

ভূগোলদশম শ্রেণি – বায়ুমণ্ডল (ত্রয়োদশ পর্ব)

আগের পর্বে আমরা ঘনীভবন ও অধঃক্ষেপণ সম্পর্কে আলোচনা করেছি। আজকের পর্বে আমরা পৃথিবীর মুখ্য জলবায়ু অঞ্চল নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

পৃথিবীপৃষ্ঠে যখন কোনো বিশাল অঞ্চল জুড়ে একই ধরণের জলবায়ু অর্থাৎ একই ধরণের উষ্ণতার তীব্রতা ও বৃষ্টিপাতের পরিমাণ পরিলক্ষিত হয়। তখন সেই অঞ্চলটিকে মুখ্য জলবায়ু অঞ্চল বলা হয়। পৃথিবীর প্রধান প্রধান জলবায়ু অঞ্চলগুলি হল –

আর্দ্র নিরক্ষীয় জলবায়ু

• অক্ষাংশগত অবস্থান: নিরক্ষরেখার উভয় দিকে 0° থেকে 5° বা 10° উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়।

• আঞ্চলিক অবস্থান: দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকা, আফ্রিকা মহাদেশের কঙ্গো, জাইরে, মধ্য আমেরিকায়, এশিয়ার ইন্দোনেশিয়া মালয়েশিয়ায় আর্দ্র নিরক্ষীয় জলবায়ু দেখা যায়।

আর্দ্র নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য

• নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারাবছর উষ্ণ ও আর্দ্র জলবায়ু পরিলক্ষিত হয়।
• এখানকার বার্ষিক গড় উষ্ণতা থাকে 26°C এবং বৃষ্টিপাতের পরিমাণ 250 cm এর বেশি।
• এই অঞ্চলে সারাবছর পরিচলন বৃষ্টিপাত হয় এবং বার্ষিক উষ্ণতার প্রসর খুবই কম হয়। মাত্র 3°C।
• এই জলবায়ু অঞ্চলে শুষ্ক ঋতু অনুপস্থিত এবং ঋতু বৈচিত্র সেভাবে দেখা যায় না।

ক্রান্তীয় মৌসুমী জলবায়ু

অক্ষাংশগত অবস্থান: নিরক্ষরেখার দক্ষিণে 10° থেকে 25° দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই জলবায়ুর অবস্থান করে।
আঞ্চলিক অবস্থান: পূর্ব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ভারত, বাংলাদেশ, মায়ানমার, ভিয়েতনাম, দক্ষিণ চীন, ফিলিপাইন দ্বীপপুঞ্জ,উত্তর অস্ট্রেলিয়া, আফ্রিকার দক্ষিণ উপকূলে সোমালিয়া ও মাদাগাস্কারে জলবায়ু দেখা যায়।


দশম শ্রেণির অন্য বিভাগগুলি – বাংলা | English | ইতিহাস | ভূগোল

ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য

• ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক ও শীতল শীতকাল দেখা যায়।
• এই অঞ্চলে ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয়।
• গ্রীষ্মকালে এই অঞ্চলের গড় উষ্ণতা থাকে 30° সেন্টিগ্রেড ও শীতকালে 15° সেন্টিগ্রেড। এই অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসর প্রায় 15° সেন্টিগ্রেড।
• এই অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় 150 সেন্টিমিটার। মৌসুমী বায়ুর আগমনে এই অঞ্চলে ব্যাপক বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি হয়। একেই মৌসুমি বিস্ফোরণ বলা হয়।

ক্রান্তীয় উষ্ণ মরু জলবায়ু

• অক্ষাংশগত অবস্থান: নিরক্ষরেখার উভয় দিকে 15° থেকে 35° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের ক্রান্তীয় উষ্ণ মরু জলবায়ু দেখা যায়।
• আঞ্চলিক অবস্থান: এই জলবায়ু মহাদেশগুলির পশ্চিমে অঞ্চলে দেখা যায়। যেমন-আফ্রিকার সাহারা ও কালাহারি মরুভূমি, এশিয়া মহাদেশের আরব এবং থর মরুভূমি, উত্তর আমেরিকার সোনোরান মরুভূমি, দক্ষিণ আমেরিকার আটাকামা মরুভূমি এবং ওশিয়ানিয়ার পশ্চিম অস্ট্রেলিয়া মরুভূমি।

ক্রান্তীয় উষ্ণ মরু জলবায়ুর বৈশিষ্ট্য

• এই অঞ্চলের জলবায়ু অত্যন্ত চরমভাবাপন্ন।
• দৈনিক উষ্ণতার প্রসর অত্যন্ত বেশি। গ্রীষ্মকালে এই অঞ্চলের উষ্ণতা থাকে 40° থেকে 45°C এবং শীতকালে 15°C থেকে 20°C। গ্রীষ্ম এবং শীত ঋতু খুবই স্পষ্ট।
• এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। সারা বছরে মাত্র 25 সেন্টিমিটার বৃষ্টি হয় তাও অনিয়মিতভাবে।

ভূমধ্যসাগরীয় জলবায়ু

• অক্ষাংশগত অবস্থান: এই জলবায়ু অঞ্চল 30° থেকে 40° উত্তর অক্ষাংশে অবস্থান করে।
• আঞ্চলিক অবস্থান: ভূমধ্যসাগরের পার্শ্ববর্তী ইউরোপের দেশগুলি যেমন – পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইতালি; এশিয়া মহাদেশের তুরস্ক, সিরিয়া, লেবানন, ইজরায়েল; আফ্রিকার মিশর, টিউনিশিয়া, লিবিয়া, আলজেরিয়া ও দক্ষিণ আফ্রিকার কেপটাউন; অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড, পার্থ; দক্ষিণ আমেরিকার চিলি ও পেরুতে এই জলবায়ু দেখা যায়।

ভূমধ্যসাগরীয় জলবায়ু বৈশিষ্ট্য

• এই জলবায়ু অঞ্চল পৃথিবীর বিনোদন জলবায়ু অঞ্চল নামে পরিচিত।
• এই জলবায়ুতে গ্রীষ্মকাল হয় শুষ্ক ও উষ্ণ এবং শীতকাল মৃদু শীতল ও আর্দ্র।
• এই অঞ্চলে গ্রীষ্মকালীন উষ্ণতা হয় 21° থেকে 27° সেলসিয়াস এবং শীতকালীন উষ্ণতা হল 5° থেকে 10° সেলসিয়াস।
• এই অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 25 থেকে 75 সেন্টিমিটার। পশ্চিমা বায়ুর প্রভাবে এই অঞ্চলে মাঝারি ধরণের বৃষ্টিপাত হয়।

স্তেপ জলবায়ু

• অক্ষাংশগত অবস্থান: স্টেপ জলবায়ু 30° থেকে 60° উত্তর অক্ষাংশ এবং 35° থেকে 50° দক্ষিণ অংশের মধ্যে অবস্থান করে।

• আঞ্চলিক অবস্থান: ইউরেশিয়ার অন্তর্গত রাশিয়ার দক্ষিণাংশ কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান মঙ্গোলিয়া; উত্তর আমেরিকার রকি পর্বতের পূর্বাংশ, অস্ট্রেলিয়ার মারে ডার্লিং অববাহিকার এবং দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালার পূর্ব ঢালে এই জলবায়ু দেখা যায়।

স্তেপ জলবায়ুর বৈশিষ্ট্য

• এই অঞ্চলে গ্রীষ্মকালে উষ্ণতা হল 27° সেলসিয়াস এবং শীতকালীন গড় উষ্ণতা হিমাঙ্কের নিচে অবস্থান করে।
• এই অঞ্চলের বৃষ্টিপাত খুবই অনিয়মিত এবং বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 25 থেকে 50 সেন্টিমিটার।
• এই জলবায়ু অঞ্চল মহাদেশের অভ্যন্তরে অবস্থিত হওয়ার জন্য এই জলবায়ু চরমভাবাপন্ন প্রকৃতির হয়।
• এই অঞ্চলে শীতকালে তুষারপাত হয়।


দশম শ্রেণির অন্য বিভাগগুলিগণিত | জীবনবিজ্ঞান | ভৌতবিজ্ঞান

চীন দেশীয় জলবায়ু

• অক্ষাংশগত অবস্থান: 30°থেকে 40° উত্তর ও দক্ষিণ অক্ষাংশে চীন দেশীয় জলবায়ু দেখা যায়।
• আঞ্চলিক অবস্থান: চীন দেশীয় জলবায়ু আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশ; পূর্ব এশিয়ার চীন; মধ্য ও দক্ষিণ আমেরিকার উরুগুয়ে; দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে দেখা যায়।

চীন দেশীয় জলবায়ুর বৈশিষ্ট্য

• মৌসুমী জলবায়ু অঞ্চলের মতো এই অঞ্চলে উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল এবং মৃদু ও শুষ্ক শীতকাল দেখা যায়।
• শীতকালীন ও গ্রীষ্মকালীন উষ্ণতার পার্থক্য এই অঞ্চলে খুব বেশি হয়।
• গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 30° সেলসিয়াস এবং শীতকালীন উষ্ণতা 4 থেকে 10° সেলসিয়াস হয়।
• গ্রীষ্মকালে এই অঞ্চলে টাইফুন নামক বিধ্বংসী ঘূর্ণিঝড় হয়।
• শীতকালে সাইবেরিয়ার শীতল বায়ুর প্রভাবে এই অঞ্চলে প্রবল তুষারপাত হয়।
• এই অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাত 100 সেন্টিমিটার।

পৃথিবীর মুখ্য জলবায়ু অঞ্চল

পশ্চিম উপকূলীয় সামুদ্রিক জলবায়ু

অক্ষাংশগত অবস্থান: এই জলবায়ু অঞ্চল 45° থেকে 60° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থান করে।
আঞ্চলিক অবস্থান: এই জলবায়ু অঞ্চল কানাডা ও আলাস্কার উপকূল, উত্তর পশ্চিম ইউরোপ, তাসমানিয়া, নিউজিল্যান্ড এর দক্ষিণ ও চিলির পশ্চিম উপকূলে দেখা যায়।

পশ্চিম উপকূলীয় সামুদ্রিক জলবায়ুর বৈশিষ্ট্য

• এই অঞ্চলে মৃদু গ্রীষ্মকাল এবং শীতল শীতকাল পরিলক্ষিত হয়।
• এই অঞ্চলের গ্রীষ্মকালীন গড় উষ্ণতা হলো 15° থেকে 18°সেলসিয়াস এবং শীতকালীন উষ্ণতা 2° থেকে 10° সেলসিয়াস।
• এখানকার বার্ষিক গড় বৃষ্টিপাত হলো 50 থেকে 250 সেন্টিমিটার।
• এই অঞ্চলে শীতকালে কুয়াশাচ্ছন্ন থাকে এবং শীতকালীন ঘূর্ণবাত ও সীমান্ত বৃষ্টিপাতের প্রাধান্য দেখা যায়।
• এই জলবায়ু অঞ্চল সমুদ্র দ্বারা প্রভাবিত হয়।

মহাদেশীয় জলবায়ু

অক্ষাংশগত অবস্থান: 35° থেকে 60° উত্তর অক্ষাংশে এই জলবায়ু দেখা যায়।
আঞ্চলিক অবস্থান: মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কানাডা, মধ্য এশিয়ার ইরান, তুরস্ক এবং মাঞ্চুরিয়ায় এই জলবায়ু পরিলক্ষিত হয়।

মহাদেশীয় জলবায়ুর বৈশিষ্ট্য

• এই অঞ্চলের গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 10° থেকে 15° সেলসিয়াস এবং শীতকালীন উষ্ণতা হিমাঙ্কের নিচে অবস্থান করে।
• এই অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত এর গড় হলো 25 থেকে 50 সেন্টিমিটার।
• এই অঞ্চলে শীতকালে ব্যাপক তুষারপাত হয়।
• এই জলবায়ু চরমভাবাপন্ন প্রকৃতির হয়।

আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু

অক্ষাংশগত অবস্থান: 35° থেকে 50° উত্তর ও দক্ষিণ অক্ষাংশে জলবায়ু দেখা যায়।
আঞ্চলিক অবস্থান: মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার পূর্ব উপকূল এবং ইউরোপের জার্মানি, স্পেন, গ্রীস, পোল্যান্ড এবং মাঞ্চুরিয়া।

আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ুর বৈশিষ্ট্য

• এই জলবায়ু চরমভাবাপন্ন প্রকৃতির হয়।
• এই অঞ্চলে গ্রীষ্মকাল ও শীতকাল ছাড়া কোনো ঋতু সেইভাবে পরিলক্ষিত হয় না। শীতকালে ব্যাপক তুষারপাত হয়।
• গ্রীষ্মকালে এই অঞ্চলের গড় উষ্ণতা থাকে 22° সেলসিয়াস এবং শীতকালে গড় উষ্ণতা হিমাঙ্কের নিচে অবস্থান করে।
• এই অঞ্চলে সারা বছরের বৃষ্টিপাতের পরিমাণ 50 থেকে 100 সেন্টিমিটার।

তুন্দ্রা জলবায়ু

• অক্ষাংশগত অবস্থান: 65° থেকে 80° উত্তর এবং 70° থেকে 75° দক্ষিণ অক্ষাংশে এই জলবায়ু দেখা যায়।
• আঞ্চলিক অবস্থান: সাইবেরিয়া ও কানাডার উত্তরাংশ; নরওয়ে,সুইডেন ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড; গ্রীনল্যান্ডের উপকূল ও সাইবেরিয়ার উত্তরাংশে এই জলবায়ু দেখা যায়।

তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্য

• অতি দীর্ঘ ও অতি শীতল শীতকাল এবং স্বল্পস্থায়ী ও শীতল গ্রীষ্মকাল এই অঞ্চলের জলবায়ুর মুখ্য বৈশিষ্ট্য।
• শীতকালে প্রবল তুষারপাত হয়।
• এই অঞ্চলে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে 0° থেকে 10° সেলসিয়াস এবং শীতকালীন উষ্ণতা -20° সেলসিয়াস।
• এই অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 40 সেন্টিমিটার।

পর্ব সমাপ্ত।


এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্যভাবে কোনো মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।



Join JUMP Magazine Telegram


JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য –

X-geo-2-m