শ্রেণি- দশম | বিষয় – ভৌতবিজ্ঞান | অধ্যায় – ধাতুবিদ্যা
আমাদের প্রাত্যহিক জীবনে আমরা ধাতুর তৈরি অনেক জিনিস দেখি এবং রোজ ব্যবহার করি। যেমন – লোহা, তামা, সোনা, রুপা ইত্যাদি। লোহার তৈরি সাইকেল, কড়াই, স্টিল ও অ্যালুমিনিয়ামের বাসনপত্র, সোনা ও রুপা অলংকার হিসাবে আমরা ব্যবহার করে থাকি।
আমরা এই ধাতু ও ধাতু সংকর সম্পর্কে কিছু কথা জেনে নিই।
লোহা বা আয়রন (Iron)
চিহ্ন – Fe, পারমাণবিক গুরুত্ব – 55.85, পরমাণু ক্রমাঙ্ক – 26, যোজ্যতা – 2, 3
লোহা প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। উল্কাপিন্ডে লোহার উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়া জীবদেহে অর্থাৎ আমাদের দেহের রক্তে যে হিমোগ্লোবিন থাকে, তার অন্যতম উপাদান লোহা। আবার, উদ্ভিদের ক্লোরোফিলেও লোহার উপস্থিতি লক্ষ্য করা যায়।
লোহার ব্যবহার
বিশুদ্ধ লোহা ব্যবহার হয় না। লোহার সাথে কার্বন বা অন্যান্য মৌল মিশিয়ে ব্যবহার করা হয়।
লোহার সংকর ধাতু
লোহার মধ্যে মিশ্রিত কার্বনের শতকরা পরিমাণ অনুযায়ী লোহাকে তিনভাগে ভাগ করা যায়।
ক) কাস্ট আয়রন বা পিগ্ আয়রন
খ) রট্ আয়রন বা পেটা আয়রন
গ) স্টিল
তামা বা কপার (Copper)
চিহ্ন – Cu, পারমাণবিক গুরুত্ব- 63.54, পরমাণু ক্রমাঙ্ক – 29, যোজ্যতা – 1, 2
প্রকৃতিতে তামা সামান্য পরিমাণে মুক্ত অবস্থায় পাওয়া যায়। এর প্রধান উৎস বিভিন্ন খনিজ আকরিক। এর প্রধান আকরিক কপার পাইরাইটিস।
দশম শ্রেণির অন্য বিভাগগুলি – গণিত | জীবনবিজ্ঞান | ভৌতবিজ্ঞান |
তামার ব্যবহার
ক) বৈদ্যুতিক যন্ত্রপাতি (যেমন- বৈদ্যুতিক তার, হিটার, মোটর ইত্যাদি), টেলিফোনের তার ও পূর্বে ব্যবহৃত টেলিগ্রাফের তার ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে।
খ) মুদ্রা, বিভিন্ন অলংকার, মূর্তি, শোপিস তৈরিতেও তামা ব্যবহার করা হয়। ইত্যাদি
তামার সংকর ধাতু
ক) কাঁসা
খ) পিতল
দস্তা বা জিঙ্ক (Zinc)
চিহ্ন- Zn, পারমাণবিক গুরুত্ব – 65.5, পরমাণু ক্রমাঙ্ক – 30, যোজ্যতা – 2
জিঙ্ককে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। বিভিন্ন খনিজ হিসাবেই প্রকৃতিতে জিঙ্ক থাকে। প্রধানত জিঙ্ক ব্লেন্ড (ZnS) থেকেই জিঙ্ক নিষ্কাশন করা হয়।
দস্তার ব্যবহার
ক) গ্যালভানাইজেশন – লোহার উপর মরচে যাতে না পড়ে, তাই লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। এই পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলা হয়।
খ) হাইড্রোজেন প্রস্তুতি – হাইড্রোজেন প্রস্তুতিতে বিজারক হিসাবে জিঙ্কের ছিবড়া ব্যবহার করা হয়।ইত্যাদি
দস্তার সংকর
ক) জার্মান সিলভার
খ) ইলেকট্রন
অ্যালুমিনিয়াম (Aluminum)
চিহ্ন – Al, পারমাণবিক গুরুত্ব – 26.98, পরমাণু ক্রমাঙ্ক -13, যোজ্যতা – 3
প্রকৃতিতে মুক্ত অবস্থায় অ্যালুমিনিয়াম পাওয়া যায়। পৃথিবীতে সমস্ত ধাতুর মধ্যে অ্যালুমিনিয়াম সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়, তাই লোহার পর অ্যালুমিনিয়ামের ব্যবহার সর্বাধিক।
দশম শ্রেণির অন্য বিভাগগুলি – বাংলা | English | ইতিহাস | ভূগোল
অ্যালুমিনিয়ামের ব্যবহার
ক) অ্যালুমিনিয়াম তড়িৎ সুপরিবাহী বলে কেবিলের তার, বৈদ্যুতিক তার প্রস্তুতিতে ব্যবহার করা হয়।
খ) হালকা কিন্তু মজবুত এবং জলীয় বাষ্পের প্রতিরোধী বলে, বিমান ও মোটরগাড়ি প্রস্তুতিতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়।
অ্যালুমিনিয়ামের সংকর ধাতু
ডুরালুমিন
ম্যাগনেলিয়াম
পর্ব সমাপ্ত। পরবর্তী পর্ব – ধাতু নিষ্কাশনের নীতি ও নিষ্কাশন পদ্ধতি
এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্য ভাবে কোন মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।
JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য –
- ফলো করো – WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো – YouTube চ্যানেল
- লাইক করো – facebook পেজ
- সাবস্ক্রাইব করো – টেলিগ্রাম চ্যানেল
- Facebook Group – লেখা – পড়া – শোনা
X-PSc-8.5-a