গণিত – দশম শ্রেণি – রাশিবিজ্ঞান
এই অধ্যায়ে আমরা রাশিবিজ্ঞান সম্পর্কে আলোচনা করবো।
রাশিবিজ্ঞানের দ্বারা আমরা সঠিক তথ্য সংগ্রহ করে, তা বিশ্লেষণ করে তার ফলাফল প্রকাশ করতে পারি। যে কোনো রাশি বা পরিমাপযোগ্য রাশি থেকেই তথ্য গ্রহণ করে Statistics তৈরি করা যায়।
রাশিবিজ্ঞানের মূল ভিত্তি হল –
• তথ্য
• গড়
• মধ্যমা
• সংখ্যাগুরু মান
তথ্য
তথ্য হল রাশিবিজ্ঞানের মূল বা প্রাথমিক ভিত্তি। পর্যবেক্ষণ বা বিভিন্ন survey-এর দ্বারা প্রাপ্ত সংখ্যামালার সংগ্রহশালাকে তথ্য বলা হয়।
গড় (Mean)
সংখ্যাভিত্তিক তথ্যগুলিকে যোগ করে তথ্য সংখ্যা দ্বারা ভাগ করা হলে, তাকে গড় বা যৌগিক গড় বা Arithmatic mean বলা হয়।
গড় নির্ণয়ের সূত্র
কল্পিত গড় পদ্ধতি গড় নির্ণয়ের সূত্র
গড়ের অপরিহার্য দিকগুলি হল এটি তথ্যের মধ্যে থাকা সকল তথ্যকে অন্তর্ভুক্ত করে।
ধরি, -এর যৌগিক গড় নির্ণয় করব।
তাহলে যৌগিক গড়
বা,
এই চিহ্নকে সিগমা বা summation চিহ্ন বলা হয় যার অর্থ সমষ্টি।
গড় =
দশম শ্রেণির অন্য বিভাগগুলি – বাংলা | English | ইতিহাস | ভূগোল
মধ্যমমান বা মধ্যক (Median)
সহজ ভাষায় মধ্যক হল কোনো তথ্যরাশির সবচেয়ে সঠিক মধ্যমান।
বিন্যস্ত রাশিতথ্যের মধ্যক নির্ণয় পদ্ধতি
এর জন্য আমরা নিম্নোক্ত ধাপগুলি অনুসরণ করবো।
1. তিনটি শ্রেণী বিশিষ্ট একটি ছক তৈরি করে নেব।
2. ছকের প্রথম শ্রেণির নাম দেব শ্রেণীসীমানা (class interval)।
3. দ্বিতীয় শ্রেণী-তে প্রতিটি শ্রেণী সীমানার পরিসংখ্যা (fi) লিখে নেব।
4. এবার ক্রমযৌগিক পরিসংখ্যার (ক্ষুদ্রতর সূচক) তৃতীয় শ্রেণীতে লিখে নেব (cf)।
5. পরিসংখ্যার সমষ্টিকে N দ্বারা বোঝানো হল ও N/2 নির্ণয় করা হল।
6. ক্রমযৌগিক পরিসংখ্যা যা N/2 মানের সমান বা বড় তাকে চিহ্নিত করে সেই শ্রেণী সীমানার নাম দেওয়া হল মধ্যমা শ্রেণী ।
সুতরাং, নির্ণেয় মধ্যক
ওজাইভ (Ogive)
Ogive হল ক্রমযৌগিক পরিসংখ্যার graph.
Ogive graph-এর দ্বারা বিন্যস্ত রাশিতথ্যের মধ্যক নির্ণয় করা যায়।
Ogive graph-এর অঙ্কন পদ্ধতি
1. x অক্ষ ও y – অক্ষ নেওয়া হল।
2. শ্রেণীসীমানাকে x – অক্ষ বরাবর এবং ক্রমযৌগিক পরিসংখ্যাকে y – অক্ষ বরাবর নেওয়া হল।
3. মধ্যক নির্ণয়ের প্রথম চারটি ধাপ (i) – (iv) অবলম্বন করে প্রাপ্ত ছক থেকে শ্রেণী সীমানা ও তার ক্রমযৌগিক পরিসংখ্যা (ক্ষুদ্রতর বা বৃহত্তর) গ্রাফে plot করে যোগ করা হলে Ogive পাওয়া যাবে।
এবার আমরা মধ্যক নির্ণয় উদাহরণের সাহায্যে আলোচনা করবো।
ক্ষুদ্রতর ও বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার দ্বারা ওজাইভ অঙ্কন
ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা
তথ্য অনুযায়ী গ্রাফ প্লট করা হল। গ্রাফ প্লট করার সময় শ্রেণীসীমানার উচ্চ সিমাকে ভুজ ও cf-কে কোটি ধরলাম।
বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা
তথ্য অনুযায়ী গ্রাফ প্লট করা হল। গ্রাফ প্লট করার সময় শ্রেণীসীমানার উচ্চ সিমাকে ভুজ ও cf-কে কোটি ধরলাম।
এবারে দুটি ওজাইভকে একসাথে অঙ্কন করলেই আমরা মধ্যক পেয়ে যাবো।
সংখ্যাগুরু মান (Mode)
Mode হল পর্যবেক্ষিত তথ্যের মধ্যে সর্বাধিক পরিসংখ্যা যুক্ত সংখ্যা। একে সংখ্যাগুরু মান অথবা ভূমিষ্ঠক মান-ও বলা হয়।
বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে Mode নির্ণয় করার ধাপসমূহ
5. একটি দুই শ্রেণী (column) বিশিষ্ট ছক নিতে হবে।
6. শ্রেণী 1-এ লিখতে হবে শ্রেণী অন্তর এবং শ্রেণী 2তে লিখতে হবে শ্রেণী পরিসংখ্যা।
7. এবারে সর্বাধিক পরিসংখ্যা চিহ্নিত করে নাম দিতে হবে। ধরা যাক
8. –এর শ্রেণী অন্তরকে চিহ্নিত করতে হবে ধরা যাক নামকরণ করা হল modal class বা সংখ্যাগুরুমানের শ্রেণী।
দশম শ্রেণির অন্য বিভাগগুলি – গণিত | জীবনবিজ্ঞান | ভৌতবিজ্ঞান
Mode এর সূত্র
সুতরাং mode হল =
যেখানে,
L = modal class-এর নিম্নসীমা
= modal class-এর পরিসংখ্যা
h = modal class-এর দৈর্ঘ্য
= modal class-এর পূর্ববর্তী class এর পরিসংখ্যা
= modal class-এর পরবর্তী class এর পরিসংখ্যা
সমাপ্ত। পরবর্তী পর্ব → রাশিবিজ্ঞান সংক্রান্ত গাণিতিক উদাহরণ
এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্য ভাবে কোন মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য –
-
- ফলো করো – WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো – YouTube চ্যানেল
- লাইক করো – facebook পেজ
- সাবস্ক্রাইব করো – টেলিগ্রাম চ্যানেল
- Facebook Group – লেখা – পড়া – শোনা
X_M_26a