Mild-the-mist-upon-hill
WB-Class-9

Mild The Mist Upon The Hill

ইংরাজিনবম শ্রেণি – Mild The Mist Upon The Hill (মাইল্ড দ্য মিস্ট আপন্‌ দ্য হিল)

মাইল্ড দ্য মিস্ট আপন্‌ দ্য হিল কবিতার কবি পরিচিতি

এমিলি জেন ব্রন্ট হলেন একজন ব্রিটিশ লেখিকা। তিনি তাঁর একমাত্র উপন্যাস “ওয়াদারিং হাইটস” এর জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন। তিনি তাঁর ছদ্ম নাম “এলিস বেল” এই তাঁর সাহিত্যকর্ম চালাতেন। তাঁর দুই বোনও লেখিকা ছিলেন। এই অসামান্য প্রতিভা যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে ১৮৪৮ সালের ১৯ শে ডিসেম্বর মাত্র ৩০ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Mild The Mist Upon The Hill এর বাংলা সারসংক্ষেপ

কবিতাটি একটি রুপক কবিতা। কবিতার প্রথমেই কবি স্নিগ্ধ কুয়াশায় আচ্ছন্ন পর্বতের কথা বলেছেন। এই কুয়াশাই কবিকে বার্তা দিচ্ছে যে আগামীকাল কোনো বৃষ্টি হবে না। কারণ আজ সারাদিন অনেক বৃষ্টি হয়েছে, তাই কাল ঝড়–বৃষ্টির হবার জন্য আকাশে কোনো মেঘই অবশিষ্ট নেই। কবি এখানে ঐ বৃষ্টিপূর্ণ দিনটিকে একজন অবসাদগ্রস্ত মানুষের সাথে তুলনা করেছেন, যে সারাদিন ধরে আজ অনেক কেঁদেছে, তাই তার মনে আর কোনো দুঃখ অবশিষ্ট নেই।

এই কুয়াশা কবিকে তাঁর ছেলেবেলার কথা মনে করিয়ে দিচ্ছে। কবি তাঁর ফেলে আসা দিনগুলোয় আবার ফিরে যাচ্ছেন। তিনি সেই দিনগুলোর স্মৃতিচারণা করছেন, যখন তিনি তাঁর বাবার নিশ্চিন্ত আশ্রয়ে থাকতেন। কবি তাঁর পুরোনো বাড়ির হলের দরজাটার কথাও উল্লেখ করেছেন। কবি নিজেকে আবার একটা ছোট শিশু মনে করছেন এবং সেই ছোটবেলার দিনগুলোয় হারিয়ে যাচ্ছেন। এই কুয়াশা তাঁকে বারবার তাঁর ছেলেবেলার স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে।

সারাদিন ধরে বৃষ্টি হয়ে যাওয়ার পর এবার ধীরে ধীরে সন্ধ্যা নামছে। এখনও আকাশে হাল্কা মেঘ রয়েছে। এই মেঘলা সন্ধ্যাতে কবি পাহাড়ের ওপর স্বপ্নের মতো সুন্দর কুয়াশাকে দেখছেন। কুয়াশা এখন গ্রীষ্মের মেঘের মতো ঘন। তাই দূরের দিগন্তরেখার পাহাড়গুলোও এখন নীল কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। পাহাড়গুলো অনেক দূরে আছে বলে সেগুলো আমাদের চোখে নীল রঙে ধরা দিচ্ছে এবং তাদের নীল আভা ঘিরে থাকা কুয়াশাকে নীল বসনে সজ্জিত করেছে; অবশ্য এই নীল আভার কারণ নীল আকাশও হতে পারে।

এই কুয়াশা সবুজ ঘাসকেও সিক্ত করেছে। ঘাসের ওপর কুয়াশা ভোরের শিশিরের মতো ঘন হয়ে আছে। কবি এই ভেজা ঘাসের ঘ্রাণ নিচ্ছেন, এই ঘ্রান তাঁর ফেলে আসা ছেলেবেলার স্মৃতিকে উস্কে দিচ্ছে। আজকের এই কুয়াশা ভরা সন্ধ্যা কবিকে যেন বহুপূর্বের ছেলেবেলার কোনো কুয়াশাসিক্ত সন্ধ্যায় বারেবারে ফিরিয়ে নিয়ে যাচ্ছে।

Line by line meaning of Mild The Mist Upon The Hill

Mild the mist upon the hill,
Telling not of storm to–morrow;
No; the has wept its fill
Spent its store of silent sorrow


The poet saw the thin layer of mist covering the hill. The mist is giving her the message that there will be no storm tomorrow. The day is personified here as a human being and the poet says that the day wept a lot and there is no sorrow left. The poet says that the day had unexpressed sorrow and it wept out its sorrow. The rainfall is symbolized as tears of the day. There will be no more bad weather tomorrow.

Oh, I’m gone back to the days of youth ,
I am a child once more;
And ‘neath my father’s sheltering roof,
And near the old hall door.

The mist upon the hill reminds the poet of her past. She once again cherishes her childhood memory. She was under her father’s protection. She can also remember the old hall door of her house.

I watch this cloudy evening fall,
After a day of rain:
Blue mists, sweet mists of summer pall
The horizon’s mountain chain

Now the evening is approaching. The evening sky is full of cloud. It was raining for the whole day. In this cloudy evening the poet observes sweet, blue mists upon the hill. The mists look like thick cloud of summer. The row of mountain, which is spreading like a chain and seem to create the horizon are also covered by the mists.


নবম শ্রেণির অন্য বিভাগগুলি – বাংলা | English | ইতিহাস | ভূগোল

Blue Mists meaning

The far away hills appear blue in our eyesight. The mist is covering the hills. The distant hill seems blue in o us; that’s why the mist is also blue.
OR,
The mist is under the blue sky. This is creating the optical illusion.

Sweet mists meaning

The mist reminds the poet of her sweet childhood and makes her nostalgic. This is why the poet is describing the mist as ‘sweet’.

The damp stands in the long green grass
As thick as morning’s tears;
And dreamy sence of fragrance pass
That breath of other years.


নবম শ্রেণির অন্য বিভাগগুলিগণিত | জীবনবিজ্ঞান | ভৌতবিজ্ঞান

The mist is making the green grass damp. The damp is as thick as the dew drops that fall in the morning. The ‘morning tears’ refers to the dew drops. The sweet smell of the damp grass is reminding the poet of her childhood days. She is dreaming the fragrance of the past days. The poet’s heart and mind is filled with nostalgia.

Words to remember

Mist- (Fog) কুয়াশা
Neath- (Under / Below) নীচে
Pall- (Cloud) মেঘ
Damp- (Moist) ভেজা
Fragrance- (Incense) সুগন্ধ
Dreamy- (Wonderful) স্বপ্নাচ্ছন্ন
সমাপ্ত।


এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্যভাবে কোনো মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।



Join JUMP Magazine Telegram


JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য –

IX_Mild The Mist Upon The Hill