tapiyo rodh
প্রশ্ন-উত্তর

তাপীয় রোধ কাকে বলে?

আমরা তড়িৎ প্রবাহের ক্ষেত্রে পরিবাহীর রোধের কথা জেনেছি।

এখন যদি তাপ পরিবাহিতার ক্ষেত্রে একক সময়ে প্রবাহিত তাপকে তড়িৎপ্রবাহমাত্রার তুল্য ধরা হয় এবং পদার্থের দুটি প্রান্তের তাপমাত্রার প্রভেদকে বিভব প্রভেদের তুল্য ধরা হয় তবে আমরা তাপ পরিবাহিতাঙ্কের সমীকরণ থেকে পাই –

তাপ পরিবাহিতাঙ্ক = K =  \frac{Q . l}{m. a . \left ( t_{2} - t_{1} \right )}

[এখানে বস্তুর দৈর্ঘ্য (l), উষ্ণতার পার্থক্য \left ( t_{2} - t_{1} \right ) , সময় (m) এবং বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল (a) প্রত্যেকটিই যদি একক হয় তবে K = Q]

বা, \frac{Q}{\left ( t_{2}-t_{1} \right )m} = \frac{a . k}{l}

বা, \frac{\left ( t_{2}-t_{1} \right )m}{Q} = \frac{l}{a . k}


[আরো পড়ুন – তাপের প্রভাবে প্রসারণ ও সংকোচন]

এখন যেহেতু, বিভব প্রভেদ / প্রবাহমাত্রা = রোধ

সুতরাং, \frac{\left ( t_{2} -t_{1} \right )}{\frac{Q}{n}} = তাপীয় রোধ

সুতরাং, তাপীয় রোধ = \frac{l}{a . k}


এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্যভাবে কোনো মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।



Join JUMP Magazine Telegram


JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য –
Dr. Mrinal Seal
ডঃ মৃণাল শীল সাঁতরাগাছি উচ্চ বিদ্যালয়ের পদার্থবিদ্যার একজন জনপ্রিয় শিক্ষক। পড়াশোনার পাশাপাশি ঘুরে বেড়াতে ও নানান ধরণের নতুন নতুন খাবার খেতেও পছন্দ করেন ডঃ শীল।