classifications-of-acid- jump-magazine
প্রশ্ন-উত্তর

অ্যাসিডের শ্রেনিবিভাগ

প্রশ্ন: অ্যাসিডকে কি কি ভাগে ভাগ করা যায়?

অ্যাসিডকে বিভিন্ন ভাবে শ্রেনিবিভাগ করা যায়। যেমন –

  1. উৎস
  2. উপাদান
  3. শক্তিমাত্রা
  4. লঘুতা
  5. ক্ষারকত্ব

1/ উৎস ভিত্তিতে :

ক. জৈব অ্যাসিড : CH3COOH এসিটিক অ্যাসিড, (COOH)2 অক্সালিক অ্যাসিড , CH3CH(OH)COOH ল্যাকটিক অ্যাসিড, HCOOH ফরমিক অ্যাসিড।

খ. অজৈব অ্যাসিড : HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড, H2CO3 কার্বনিক অ্যাসিড

2/ উপাদান ভিত্তিতে :

ক. হাইড্রাসিড : HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2S হাইড্রোজেন সালফাইড

খ. অক্সিএসিড : H2SO4 সালফিউরিক অ্যাসিড, CH3COOH এসিটিক অ্যাসিড, H3PO4 ফসফরিক অ্যাসিড

গ. হাইড্রোজেন বিহীন অ্যাসিড বা ধাতব অ্যাসিড : CrO3 ক্রোমিক অ্যাসিড, Mn2O7 ম্যাঙ্গানিক অ্যাসিড

3/ শক্তিমাত্রা ভিত্তিতে:

ক. তীব্র অ্যাসিড : HI হাইড্রোআয়োডিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড, HCOOH ফরমিক অ্যাসিড

খ. মৃদু অ্যাসিড : CH3COOH এসিটিক অ্যাসিড, C6H5OH কার্বলিক অ্যাসিড, H3PO3 ফসফরাস অ্যাসিড


[আরো পড়ুন – অ্যাসিড কাকে বলে?]

4/ লঘুতা

ক. গাঢ় অ্যাসিড : কোনো জল উপস্থিত না থাকলে বা আয়তন অনুপাতে অ্যাসিডের তুলনায় কম জল থাকলে

খ. লঘু অ্যাসিড : আয়তন অনুপাতে অ্যাসিডের তুলনায় বেশি জল থাকলে

[আরো পড়ুন – নির্দেশকের সাহায্যে কিভাবে অ্যাসিড ও ক্ষার শনাক্ত করা যাবে?]

5/ ক্ষারকত্ব

ক. একক্ষারীয় : একটি অণু এক অণু একআম্লিক ক্ষারকএর সাথে বিক্রিয়া করতে পারে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, HF হাইড্রোফ্লুওরিক অ্যাসিড, HCOOH ফরমিক অ্যাসিড, CH3COOH এসিটিক অ্যাসিড

খ. দ্বিক্ষারীয় : একটি অণু দুই অণু একআম্লিক ক্ষারকএর সাথে বিক্রিয়া করতে পারে  H2S  হাইড্রোজেন সালফাইড, H2CO3 কার্বনিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড, H3PO3 ফসফরাস অ্যাসিড, (COOH)2 অক্সালিক অ্যাসিড

গ. ত্রিক্ষারীয় : একটি অণু তিন অণু একআম্লিক ক্ষারকএর সাথে বিক্রিয়া করতে পারে H3PO4ফসফরিক অ্যাসিড

এখানে উল্লেখ্য যে H3PO3 তে 1টি H পরমাণু থাকলেও সবকটি আয়নিত হয় না। তাই এর ক্ষারকত্ব 1 না হয়ে 2।


এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্যভাবে কোনো মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।



Join JUMP Magazine Telegram


JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য –