আইসোটোপ (Isotope) কাকে বলে?
যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু বাকি সংখ্যা ভিন্ন ভিন্ন হয়, তাদেরকে বলা হয় আইসোটোপ।
প্রোটন সংখ্যা এক হওয়ার কারণে এদের পরমাণু ক্রমাঙ্ক এবং ইলেকট্রন বিন্যাসও এক হয়। তার ফলে এরা একই ভৌত ও রাসায়নিক ধর্ম দেখায়। তাই আদতে এরা একই মৌলের ভিন্ন ভরের পরমাণু।
মনে রাখার জন্যঃ আইসোটোপের প্রোটন সংখ্যা সমান থাকে; এটা মনে রাখার সুবিধার জন্য প্রোটন ও আইসোটোপ দুটোতেই ‘প’ আছে, এই মিলটি মনে রাখা যেতে পারে।
JUMP ম্যাগাজিনে প্রকাশিত লেখাগুলির বিনামূল্যে WhatsApp আপডেট পান।?
দুটি আইসোটোপের উদাহরণ
11H, 21H, 31H এবং 3717Cl, 3517Cl
11H এ পরমাণু ক্রমাঙ্ক 1 এবং ভরসংখ্যাও 1, অর্থাৎ 11H তে 1টি প্রোটন আছে কিন্তু কোনো নিউট্রন নেই আবার 21H এ পরমাণু ক্রমাঙ্ক 1 এবং ভরসংখ্যা 2 অর্থাৎ 21H তে 1টি প্রোটন এবং 1টি নিউট্রন বর্তমান। আবার 31H এ পরমাণু ক্রমাঙ্ক 1 এবং ভরসংখ্যা 3 অর্থাৎ 21H তে 1টি প্রোটন এবং 2টি নিউট্রন বর্তমান। কিন্তু যেহেতু এদের প্রোটন সংখ্যা সমান তাই এরা আইসোটোপ।
[আরো পড়ুন – পরমাণুর গঠন | নবম শ্রেণির ভৌতবিজ্ঞান | দশম শ্রেণির ভৌতবিজ্ঞান]
ঠিক একইভাবে 3717Cl এবং 3517Cl এর উদাহরণটিও দেখা যেতে পারে।
3717Cl এর পরমাণু ক্রমাঙ্ক 17 ও ভরসংখ্যা 37, অর্থাৎ 3717Cl এ 17টি প্রোটন ও 20টি নিউট্রন আছে।
অপরদিকে 3517Cl এর পরমাণু ক্রমাঙ্ক 17 ও ভরসংখ্যা 35, অর্থাৎ 3517Cl এ 17টি প্রোটন ও 18টি নিউট্রন আছে। সুতরাং এরাও আইসোটোপ।
এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্যভাবে কোনো মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।
JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য –
- ফলো করো – WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো – YouTube চ্যানেল
- লাইক করো – facebook পেজ
- সাবস্ক্রাইব করো – টেলিগ্রাম চ্যানেল
- Facebook Group – লেখা – পড়া – শোনা