বিষয়: গণিত ।নবম শ্রেণি । অধ্যায়: সূচক (পর্ব দুই)
আগের পর্বে আমরা সূচকের ধারণা সম্পর্কে আলোচনা করেছি, এই পর্বে আমরা সূচকের নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আগের পর্ব পড়া না থাকলে আগের পর্বটি এই লিঙ্ক থেকে পড়ুন।
সূচকের নিয়মাবলী
যদি m ও n অখন্ড সংখ্যা হলে, এবং ও
হলে;
নিয়ম ১। 
উদাহরণঃ
আমরা জানি এর মান হল
এবার একই সমস্যায় সূচকের নিয়ম প্রয়োগ করে পাই –
তোমারা আরো ভালো ভাবে ব্যাপারটা বোঝার জন্য, নিজেরাও বিভিন্ন সংখ্যা দ্বারা যাচাই করতে পারো।
নিয়ম ২। 
উদাহরণঃ
সূচকের নিয়ম ব্যবহার করে পাই।
আবার,
অর্থাৎ, সূচক বা সাধারণ নিয়ম দুটি ক্ষেত্রেই ফলাফল একই।
একটা ব্যাপার বিশেষ ভাবে লক্ষ্যনীয়,
নিয়ম ৩। 
উদাহরণঃ
=
=
=
JUMP ম্যাগাজিনের ফেসবুক পেজ লাইক করার আবেদন রইল! 🙂
নিয়ম ৪। 
উদাহরণঃ
=
=
আবার,
=
=
নিয়ম ৫। 
এর উদাহরণ প্রমাণের দায়িত্ব তোমাদের জন্য রইল।
[আরো পড়ুন – নবম শ্রেণি – বাংলা | নবম শ্রেণি – ইতিহাস | নবম শ্রেণি – ভূগোল]
নিয়ম ৬। 
প্রমান,
⇒
নিয়ম ৭। 
⇒
= [
]