মেন্ডেলিফের পর্যায় সারণির ত্রুটি
প্রশ্ন-উত্তর

মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি

ভৌতবিজ্ঞানদশম শ্রেনি – অধ্যায়: পর্যায় সারণি

মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজালে নির্দিষ্ট ব্যবধান অনুসারে মৌলগুলির ধর্মের পুনরাবৃত্তি দেখা যায়, মেন্ডেলিভ একে পর্যাবৃত্তি বলেছিলেন। পর্যাবৃত্তির যে সূত্র মেন্ডেলিভ প্রকাশ করেছেন, তাকেই পর্যায় সূত্র বলা হয়।


এই প্রশ্ন-উত্তরটি মেন্ডেলিফের পর্যায় সারণি আলোচনার একটি অংশ; সম্পূর্ণ আলোচনা পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করো। → মেন্ডেলিফের পর্যায় সারণি

1871 খ্রিষ্টাব্দে পর্যায়সূত্র অবলম্বন করে, মৌলগুলিকে পর্যায়গত শ্রেণীবদ্ধভাবে মেন্ডেলিভ যে সারণী প্রস্তুত করেন, তাকে মেন্ডেলিভের পর্যায় সারণী বলে।

মেন্ডেলিভের পর্যায় সারণীতে 7 টি পর্যায় এবং 8 টি শ্রেণী ছিল। সাধারণত মৌলের ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী মৌলগুলি সারণীতে সাজানো হয়েছিল। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তিনি পারমাণবিক ভরের থেকে মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মের উপর জোর দিয়েছিলেন।

তিনি অনুমান করেছিলেন যে অ্যালুমিনিয়াম ও সিলিকনের মতো আরো দুটি ধাতু ভবিষ্যতে আবিষ্কৃত হবে, তাই তিনি তার পর্যায় সারণীতে 3B তে অবস্থিত মৌলের নাম Eka-অ্যালুমিনিয়াম এবং ঠিক তেমনই 4B তে অবস্থিত মৌলের নাম Eka-সিলিকন রেখেছিলেন। পরবর্তীকালে জার্মেনিয়াম ও গ্যালিয়াম ধাতুগুলি সেই স্থানে অবস্থিত হয়।

মেন্ডেলিভের এই পর্যায় সারণীতে কিছু ত্রুটি ছিল, এসো এবার দেখে নিই, মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটিগুলি কি কি ছিল –

1.মেন্ডেলিভ নিষ্ক্রিয় গ্যাসের জন্য কোনো স্থান রাখেননি। কারণ নিষ্ক্রিয় গ্যাস তখনও আবিষ্কৃত হয়নি।

2.মেন্ডেলিফ হালকা আয়োডিনকে (127) ভারী টেলুরিয়ামের (128) পরে রেখেছিলেন, আয়োডিনের সঙ্গে ব্রোমিনের ধর্মের

সাদৃশ্যের কারণে। এখানে তিনি নিজেই ধর্মের সাদৃশ্যকে, ভরের উর্ধ্বধক্রম বিন্যাসের থেকে বেশি প্রাধান্য দেন।


jump magazine smart note book


3.আবার ধর্মের মিল থাকা সত্ত্বেও লিথিয়াম (Li) আর ম্যাগনেসিয়াম (Mg), বেরেলিয়াম (Be) আর অ্যালুমিনিয়াম (Al), বোরন (B) আর স্ট্রনশিয়াম (Si) ভিন্ন শ্রেণীতে স্থান পায়।

4.হাইড্রোজেনের স্থান আজও বিতর্কিত। ধর্মের মিল দেখলে হাইড্রোজেনকে মেন্ডেলিফের গ্রুপ 1A ও গ্রুপ 7A উভয়েতেই স্থান দেওয়া উচিৎ।

5. মেন্ডেলিফ রাসায়নিক ধর্মের সাদৃশ্য থাকার কারণে আইসোটোপকে একই ঘরে বসিয়েছিলেন। আর আয়রন (Fe), কোবাল্ট (Co) আর নিকেল (Ni) কে একই ঘরে রাখেন। ধর্মের মিল না থাকা সত্ত্বেও K আর Cu একই ঘরে স্থান পায়।


এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্য ভাবে কোন মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাওয়ার জন্য –

X_PSc_Mendelifer-porjay-saroni