taper-poribohon
WB-Class-8

তাপের পরিবহন

শ্রেণিঃ অষ্টম | বিষয়: বিজ্ঞান । অধ্যায় – তাপ(চতুর্থ পর্ব)


আগের পর্বে আমরা জেনেছি বাষ্পীভবন ও স্ফুটন সম্পর্কে। এই পর্বে আমরা আলোচনা করবো তাপের পরিবহন সম্পর্কে।

তাপ সঞ্চালন বা Transmission of heat কাকে বলে?

তাপ সঞ্চালন হল তাপের স্থান পরিবর্তন, যা সর্বদা উচ্চ তাপমাত্রা বিশিষ্ট স্থান থেকে নিম্ন তাপমাত্রা বিশিষ্ট স্থানে প্রবাহিত হয়।

পরস্পর সংস্পর্শে থাকা দুটি বস্তুর মধ্যে উষ্ণতার পার্থক্য থাকলে তাপ উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে প্রবাহিত অর্থাৎ সঞ্চালিত হয়। এই একইভাবে একটি বস্তুর দুটি অংশের মধ্যে তাপমাত্রার পার্থক্য ঘটলে উষ্ণ থেকে শীতল অংশে তাপের সঞ্চালন ঘটে।

তাপের সঞ্চালনের পদ্ধতি

এক স্থান থেকে অন্য স্থানে তাপের সঞ্চালন তিনটি পদ্ধতিতে হতে পারে-

• পরিবহন (Conduction)
• পরিচলন (Convection)
• বিকিরণ (Radiation)

এই পর্বে আমরা পরিবহন সম্পর্কেই বিশদে আলোচনা করবো।

পরিবহন (Conduction) কাকে বলে?

যে পদ্ধতিতে কোন পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয়, কিন্তু পদার্থের অনুগুলির কোন স্থান পরিবর্তন ঘটে না, তাকে পরিবহন বলা হয়।

তাপ পরিবহনের ক্ষেত্রে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি দেখা যায়:

i) তাপ পরিবহনের জন্য জড় মাধ্যম প্রয়োজন হয়। যে মাধ্যমের অণুগুলি যত বেশি সুদৃঢ় হয়, সেখানে পরিবহন তত বেশি হয়। এই কারণে কঠিন মাধ্যমে তাপের পরিবহন সবচেয়ে বেশি। তরলের পরিবহন কঠিনের থেকে কম এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আরও কম হয়।

ii) শূন্য মাধ্যমে তাপের পরিবহন হয় না।

iii) পরিবহনে পদার্থের অণুর স্থান পরিবর্তন ঘটে না।

iv) এই পদ্ধতিতে তাপ বক্রপথে সঞ্চালিত হতে পারে এবং যে মাধ্যমের মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হয় সেই মাধ্যমকে উত্তপ্ত করে।

v) পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের গতি পরিচলন ও বিকিরণের তুলনায় অনেক কম।

তাপ পরিবাহিতা (Thermal conductivity) কাকে বলে?

পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতাকে পদার্থের তাপ পরিবাহিতা (Thermal conductivity) বলা হয়।

সব পদার্থের তাপ পরিবাহিতা এক হয় না। যেমন- লোহা, তামা প্রভৃতি পরিবাহিতা কাঠ, কাচ প্রভৃতি অপেক্ষা বেশি।

এই কারণে দেখা যায় যে কোন লোহার রডের একপ্রান্ত উত্তপ্ত করলে অন্য প্রান্ত খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়।

সুপরিবাহী (Good conductor) কাকে বলে?

যে সব পদার্থ খুব সহজে তাপ পরিবহন করতে পারে তাদের সুপরিবাহী (Good conductor) বলা হয়।

কুপরিবাহী (Bad conductor) কাকে বলে?

যে সব পদার্থ তাপ ভালো পরিবহন করতে পারে না তাদের কুপরিবাহী (Bad conductor) বলা হয়। লোহা, তামা, অ্যালুমিনিয়াম, সোনা সহ প্রায় সব ধাতু তাপের সুপরিবাহী। কাঠ, কাচ, পশম কাপড় প্রভৃতি তাপের কুপরিবাহী।

সোনা তাপের সুপরিবাহী

প্রাত্যহিক জীবনে তাপ পরিবহনের ব্যবহারিক উদাহরণ

১) কোন কাচের পাত্রের একটি অংশকে খুব উত্তপ্ত করলে সেই অংশটি প্রসারিত হতে চায়। কিন্তু কাচ তাপের কুপরিবাহী হবার কারণে তার পাশের অংশে তাপ প্রবাহিত হতে সময় লাগে। ফলে পাশের শীতল অংশ এই প্রসারণে বাঁধা দেয় এবং এর ফলে কাচ ফেটে যেতে পারে।
এই একই কারণে উত্তপ্ত কাচের বাল্ব বা হ্যারিকেনের চিমনীতে ঠাণ্ডা জলের ছিটা লাগলে কাচ ফেটে যায়।

২) আমরা শীতকালে পশমের পোশাক ব্যবহার করি। পশমের পোশাক পড়লে গরম লাগে তার কারণ হল পশমের আঁশগুলি আলগাভাবে থাকে। এদের মধ্যে যে ছিদ্র বা ফাঁকা স্থান থাকে সেখানে বাতাস আটকে থাকে। বায়ু তাপের কুপরিবাহী, ফলে আমাদের দেহের তাপ আবদ্ধ বায়ুর স্তর ভেদ করে বাইরে যেতে পারে না, তাই গরম বোধ হয়।


অষ্টম শ্রেণির অন্য বিভাগ – বাংলা | ইংরেজি | গণিত | বিজ্ঞান

৩) একটি মোটা জামার পরিবর্তে দুটি পাতলা জামা একসাথে পরলে বেশি গরম বোধ হয়। কারণ দুটি জামা পরলে জামা দুটির মধ্যে কিছু বাতাস আবদ্ধ হয়ে থাকে, যা দেহের তাপ ধরে রাখতে সাহায্য করে।

৪) গ্রামাঞ্চলে খড়ের ছাউনি যুক্ত গৃহ দেখা যায়, যার ভিতরের অংশ শীতকালে গরম ও গ্রীষ্মকালে অপেক্ষাকৃত ঠাণ্ডা থাকে। এর কারণ হল খড়ের মধ্যের ছিদ্রে বাতাস আবদ্ধ থাকে যা তাপ কুপরিবাহী। ফলে এই ঘরগুলি গরমকালে ঠাণ্ডা ও শীতকালে গরম হয়। একই কারণে কাঠের তৈরি ঘরের অভ্যন্তর শীতকালে গরম হয়, কারণ কাঠ তাপের কুপরিবাহী।

তুষারাবৃত অঞ্চলের বসবাসের জন্য নির্মিত ইগলু

৫) বরফ তাপের কুপরিবাহী। এই কারণে বরফ দিয়ে তৈরি ইগলুর ভিতরের তাপমাত্রা বেশি থাকে ও গরম বোধ হয়।

পর্ব সমাপ্ত। পরবর্তী পর্ব → তাপের পরিচলন

এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্য ভাবে কোন মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


লেখিকা পরিচিতিঃ

বিজ্ঞান স্নাতক এবং কম্পিউটার বিজ্ঞানে উচ্চ শিক্ষিতা নন্দিতা বসুর পেশা শিক্ষকতা।তিনি বই পড়তে বড় ভালোবাসেন। কাজের ফাঁকে, অবসরে, বাসে ট্রামে তো বটেই, শোনা যায় তিনি নাকি ঘুমিয়ে ঘুমিয়েও বই পড়তে পারেন।

এই লেখাটি থেকে উপকৃত হলে সবার সাথে শেয়ার করতে ভুলো না।



JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাবার জন্য –