গণিত – দশম শ্রেণি – ত্রিকোণমিতিঃ কোণ পরিমাপের ধারণা
আমরা আজকের পর্বে ত্রিকোণমিতিঃ কোণ পরিমাপের ধারণা সম্পর্কে আলোচনা করে নেব।
কোনো স্তম্ভের উচ্চতা, কোনো ঘুড়ি বা বেলুন ভূমি থেকে কতটা উপরে আছে বা এরকম যেকোনো উচ্চতা বা দূরত্ব সহজে পরিমাপের পদ্ধতি গণিতে একটি বিশেষ শাখায় আলোচনা করা হয়। গণিতের এই বিশেষ শাখাকে বলা হয় ত্রিকোণমিতি (Trigonometry)।
দশম শ্রেণির অন্য বিভাগগুলি – বাংলা | English | ইতিহাস | ভূগোল
ত্রিকোণমিতি শব্দটি গ্রিক শব্দ ‘Tri’ (তিন), ‘gon’ (কোণ) ও ‘metron’ (পরিমাপ) থেকে এসেছে।
এক কথায় বলা যায় ‘ত্রিকোণমিতি’ হল সমকোণী ত্রিভুজের বাহু কোণ সম্পর্কে আলোচনা।
নীচের চিত্রটি লক্ষ্য করলে আমরা দেখবো যে বিন্দু থেকে দুটি রশ্মি নির্গত হয়েছে।
বিন্দুতে একটি সূক্ষ্মকোণ ও প্রবৃদ্ধ কোণ উৎপন্ন হয়েছে। এদের জ্যামিতিক কোণ বলে।
এবার আসি ত্রিকোণমিতিক কোণের আলোচনায়।
ত্রিকোণমিতিক কোণ পরিমাপের পদ্ধতি
সাধারণত দুটি পদ্ধতিতে ত্রিকোণমিতিক কোণ পরিমাপ করা হয়।
ষষ্টিক পদ্ধতির সংজ্ঞা
দুটি পরস্পরছেদী সরলরেখা একে অপরের উপর লম্ব হলে, যে কোণ তৈরী হয়, তাকে সমকোণ বলে।
এক সমকোণকে 90 টি সমান ভাগে ভাগ করে, প্রতিটি ভাগকে এক ডিগ্রি বলা হয়। অর্থাৎ 1 সমকোণ । আবার, এক ডিগ্রিকে 60 টি সমান ষষ্টিক মিনিটে ও প্রতি মিনিটকে 60 টি সমান ষষ্টিক সেকেন্ডে বিভক্ত করা হয়।
∴ 1 সমকোণ (ডিগ্রি)
(ডিগ্রি)= 60′ (মিনিট)
1’ (মিনিট) = 60” (সেকেন্ড)
দশম শ্রেণির অন্য বিভাগগুলি – গণিত | জীবন বিজ্ঞান | ভৌতবিজ্ঞান
বৃত্তীয় পদ্ধতি
একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ঐ বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে, তাকে এক রেডিয়ান 1c বলে।
যে কোনো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যবিশিষ্ট চাপ সবসময় কেন্দ্রে একটি নির্দিষ্ট পরিমাণের কোণ উৎপন্ন করে।
অর্থাৎ রেডিয়ান একটি ধ্রুবক কোণ।
ডিগ্রি ও রেডিয়ানের ধারণা
এবারে দেখা যাক, 1o ও 1c এর মধ্যে সম্পর্কটি ঠিক কিরকম?
আমরা জানি, =
∴ [∵]
∴ ও
অর্থাৎ [∵]
পর্ব সমাপ্ত। পরের পর্ব → কোণ পরিমাপের ধারণা সংক্রান্ত সমস্যার সমাধান
এই লেখাটির সর্বস্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে এই লেখা, অডিও, ভিডিও বা অন্য ভাবে কোন মাধ্যমে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
JumpMagazine.in এর নিয়মিত আপডেট পাবার জন্য –
- সাবস্ক্রাইব করো – YouTube চ্যানেল
- লাইক করো – facebook পেজ
- সাবস্ক্রাইব করো – টেলিগ্রাম চ্যানেল
- Facebook Group – লেখা – পড়া – শোনা
X_M_20a